ছোট্ট ব্যাপার, বিচ্ছিন্ন ঘটনা তবু সহানুভূতি জানাচ্ছি- এবার বললেন তথাগত রায়- শোরগোল

কি বললেন তথাগত রায়?

author-image
Aniket
New Update
x tathagata roy sad face

file picture

নিজস্ব সংবাদদাতা: এবার এক ব্যক্তিকে উত্তর দিলেন তথাগত রায়। ওই ব্যক্তি ট্যুইট করে একটি ছবি প্রকাশ করে বলেছেন, "গেরুয়া উত্তরীয় র গুটখি কে চেনেন? ৩৯ বছরের বহিরাগত রিংকু সিং। পাশের পুরুষটিও বহিরাগত গুটখা। এই বহিরাগত কীটদের ছোঁড়া ইটের আঘাতে বাঙালি সার্জেন্ট দেবাশীষ বাবুর একটি চোখ অন্ধ হয়ে গেছে। বিজেপি এদের ভাড়া করে আনে। বাঙালি বিহারে গিয়ে পাথর ছোড়ে? বাঙালি বিহারে গিয়ে ধর্ষণ করে?"

d

ওই ব্যক্তির করা ট্যুইটকে ঘিরে তথাগত রায় সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, "ছোট্ট ব্যাপার, বিচ্ছিন্ন ঘটনা তবু সহানুভূতি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে বিহারীদের থাকা বাঙালি হিন্দুর স্বার্থেই অত্যাবশ্যক। ১৯৪৬-এর সোহরাওয়ার্দির করা দাঙ্গায় গোপালবাবুর হিন্দু বাহিনীকে সাথ দিয়েছিলেন বিহারী কালোয়াররা। সেই বছরই নোয়াখালীর হিন্দু-গণহত্যা থেমেছিল যখন বিহারে হিন্দুরা প্রতিশোধ নিতে শুরু করে !" তথাগত রায়ের ট্যুইটকে ঘিরে শোরগোল শুরু হয়েছে।

Adddd

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .