এক মাস অতিক্রান্ত ! এখনও মিলল না বিচার, শহরজুড়ে জনসাধারণের মৌন মিছিল

ফের পথে নামল সাধারণ মানুষ।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ আরজি করের ঘটনার এক মাস পূর্ণ হল। অর্থাৎ গত মাসের ৯ তারিখ আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। আজ ৯ সেপ্টেম্বর, সেই ঘটনার এক মাস অতিক্রান্ত। তবুও মিলল না আজও বিচার। 

এই কারণেই আজ প্রতিবাদের আগুনে সারা বাংলা জ্বলে উঠেছে। আজ তাই কলকাতার নানা জায়গায় রাত ৯ টা বেজে ৯ মিনিটে রাত দখলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ যাদবপুর, বালি, সিঁথি, বেহালা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষরা প্রতিবাদে মৌন মিছিলের ডাক দিয়েছেন।

কোথাও কোথাও আজ মানব বন্ধনেরও ডাক দেওয়া হয়েছিল। যুব সমাজ থেকে শুরু করে সমাজের প্রবীণ নাগরিকরাও এই মিছিলে যোগ দিয়েছিলেন।