New Update
/anm-bengali/media/media_files/rWM7r96HodBdSx5fLHaz.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ আরজি করের ঘটনার এক মাস পূর্ণ হল। অর্থাৎ গত মাসের ৯ তারিখ আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। আজ ৯ সেপ্টেম্বর, সেই ঘটনার এক মাস অতিক্রান্ত। তবুও মিলল না আজও বিচার।
/anm-bengali/media/post_attachments/5aab615f-ab7.png)
এই কারণেই আজ প্রতিবাদের আগুনে সারা বাংলা জ্বলে উঠেছে। আজ তাই কলকাতার নানা জায়গায় রাত ৯ টা বেজে ৯ মিনিটে রাত দখলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ যাদবপুর, বালি, সিঁথি, বেহালা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষরা প্রতিবাদে মৌন মিছিলের ডাক দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/37403fe9-9c6.png)
কোথাও কোথাও আজ মানব বন্ধনেরও ডাক দেওয়া হয়েছিল। যুব সমাজ থেকে শুরু করে সমাজের প্রবীণ নাগরিকরাও এই মিছিলে যোগ দিয়েছিলেন।
/anm-bengali/media/post_attachments/3cef3404-58b.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us