/anm-bengali/media/media_files/AhwCxeOmcUxrqfE2LBv1.jpg)
কলকাতা পুলিশ
নিজস্ব সংবাদদাতাঃ আর্থিক প্রতারণা (Financial Fraud)-র শিকার হলেন এক ব্যক্তি। সুধীর জাজ্ঞি নামের এক ব্যক্তি জানিয়েছেন যে এক ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/jqoQvSXl3j8IQDbhPOic.jpg)
এক অভিযোগ নামায় তিনি জানান, 'গত ১০ এপ্রিল আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে একটি ক্রেডিট কার্ড, যার শেষ নং ২৫৪৪ এর মাধ্যমে মোট তিন দফায় টাকা তোলা হয়েছে। একবার ৫৯০, ১১০ টাকা ও ৩০,৪২৯ টাকা ক্রেডিট হয়েছে। অথচ কোনওদিনই এরকম ক্রেডিট কার্ড আমার কাছে ছিল না।'
/anm-bengali/media/media_files/TXOSQhbAZci4yyRKROkK.jpg)
তাঁর বক্তব্য, বিষয়টি তৎক্ষণাৎ আইসিআইসিআই ব্যাঙ্কের জিল্যান্ডার হাউস শাখার কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেন। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ সুধীরকে কাস্টোমার কেয়ার নম্বর ১৮০০১০৮০ -তে ফোন করার পরামর্শ দেন। সুধীরবাবুর বক্তব্য, 'ব্যাঙ্ক আমাকে সহায়তা করতে ব্যর্থ হয় এবং মূল শাখায় গিয়ে যোগাযোগ করতে বলে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us