এই মুহূর্তের বড় ব্রেকিংঃ কর্মবিরতি তুলে নেওয়ার পথে সিনিয়র ডাক্তাররা!

জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতাঃআরজি কর কাণ্ডের পর দীর্ঘ কর্মবিরতি চলে জুনিয়র ডাক্তারদের। পরে তারা কাজে ফিরলেও সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের ওপর মারধরের ঘটনার পর আবারও নতুন করে বিক্ষোভ শুরু হয় চিকিৎসক মহলে। আবারও চলছে কর্মবিরতি। তবে পুজোতেও এই পরিস্থিতি চলবে কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এই বিষয়ে কথা বলতেই আজ, বৃহস্পতিবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা।

ইতিমধ্যে শেষ হয়েছে সেই বৈঠক। চিকিৎসকরা জানিয়েছেন, এরপর একটি জিবি বৈঠক হবে। তারপরই কাজে ফেরার বিষয়ে জানাবেন জুনিয়র ডাক্তাররা। তবে সূত্রে খবর, সিনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ পূর্ণ কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে। আন্দোলন চলুক, তবে কর্মবিরতি নয়, এমনটাই বলছেন চিকিৎসকেরা।

সার্জারি, ইএনটি, কার্ডিওলজি, স্ত্রীরোগ সহ একাধিক বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। চিকিৎসকদের একাংশের মতে, তাঁদের আন্দোলনে সামিল হয়েছেন, সমর্থন জুগিয়েছেন বহু মানুষ। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই কর্মবিরতি বন্ধ করার কথা বলছেন চিকিৎসকরা।