২১শে জুলাই: টিপু সুলতান মসজিদের কাছে বিশাল জনসমাগম

পঞ্চায়েতের বিশাল জয়ের পর এই ২১ জুলাই ভীষণ গুরুত্বপূর্ণ। একই সাথে লোকসভা নির্বাচনের আগে এটিই শেষ শহীদ দিবস। ফলে দুটি বিষয়কে কেন্দ্র করেই আজকের দিন হাইভোল্টেজ তৃণমূল ও সাধারণ মানুষ উভয়ের কাছেই।

author-image
SWETA MITRA
New Update
tmc rally.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২১-শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) সমাবেশকে ঘিরে মানুষের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। বিশেষ করে তৃণমূলের কর্মী, সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে,কলকাতারটিপুসুলতানমসজিদেরকাছেবিশালজনসমাগমশুরুহয়েছে। আজ শুক্রবার তৃণমূল সুপ্রিমো ওমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সমাবেশ থেকে কী বক্তব্য পেশ করবেন সেদিকে তাকিয়ে রয়েছেন সকলের। উল্লেখ্য, ১৯৯৩সালেপশ্চিমবঙ্গযুবকংগ্রেসেরপ্রতিবাদআন্দোলনেকলকাতায়গুলিবিদ্ধহয়েনিহত১৩জনেরস্মরণেআজবার্ষিক 'শহীদদিবস' পালনকরছেতৃণমূলকংগ্রেস।