নিজস্ব সংবাদদাতা: বাংলার মুখ্যমন্ত্রীর পৌরোহিত্য সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা হল আজ। 'বাংলা সংস্কৃতি ঐতিহ্যের পীঠভূমি। বাংলায় সবাই একতার সঙ্গে বাস করে। বাংলায় কোনও বিভেদ নেই। বাংলায় নারী শক্তির সশক্তিকরণ হয়েছে। বাংলা এখন ইকোনোমিক পাওয়ারহাউজ', রাজ্যে আগত শিল্পপতিদের অভিনন্দন জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।