আজকের আবহাওয়া ৭ এপ্রিল ২০২৫: শুরুতে ঠান্ডা, দুপুরে উষ্ণ – দেখে নিন বিস্তারিত

আজ মিশ্র আবহাওয়ার দিন হতে চলেছে। কেমন থাকবে সকাল থেকে আবহাওয়া? জেনে নিন

author-image
Debapriya Sarkar
New Update
k

নিজস্ব সংবাদদাতা : আজকের দিনটা কিছুটা আরামদায়ক হতে চলেছে। সকালে তাপমাত্রা থাকবে প্রায় ২১.২° সেলসিয়াস। একটু ঠান্ডা লাগতে পারে, তবে দিন গড়ানোর সাথে সাথে তাপমাত্রা বাড়বে। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় ২৫.৬° সেলসিয়াসে।দিনভর গড় তাপমাত্রা থাকবে এই মাত্রার আশেপাশে, যা দিনের জন্য উপযোগী বলে মনে হচ্ছে। আজ বাতাসের গতিবেগ থাকবে আনুমানিক ৮.৮ কিমি/ঘণ্টা। আজ বাতাসে আদ্রতার হার থাকবে প্রায় ৩৮%, তাই খুব বেশি ঘাম হবে না।

weather

আজকের আবহাওয়া মোটামুটি ভালো থাকবে। সকালটা কিছুটা ঠান্ডা, কিন্তু দিনের বেলায় স্বস্তিদায়ক তাপমাত্রা ও হালকা বাতাসে পুরো দিনটা কাটবে মনোরম। বাইরে বেরোতে হলে খুব একটা চিন্তার কিছু নেই।