SIR শুরুর আগে ঝড় নির্বাচন কমিশনে, বাংলায় ৬০০ বিএলও-কে শোকজ

৬০০ জন বিএলও-কে শোকজ নোটিস পাঠানো হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
BLO-training

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলায় যেকোনও দিন শুরু হতে পারে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। সেই প্রস্তুতি যখন জোরকদমে চলছে, ঠিক তখনই ৬০০ জন বুথ লেভেল অফিসার (BLO)-কে শোকজ করল নির্বাচন কমিশন। একাধিক বিএলও কমিশনের কাজে অংশ নিতে অস্বীকার করায় শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা।

কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে ধাপে ধাপে ৬০০ জন বিএলও-কে শোকজ নোটিস পাঠানো হয়েছে। কেন তাঁরা কমিশনের নির্ধারিত দায়িত্ব পালন করতে চান না, তার সঠিক কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের দায়িত্বে থাকেন এই বুথ লেভেল অফিসাররাই। তাই তাঁদের অনুপস্থিতি কমিশনের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

SIR

অন্যদিকে, বিএলও নিয়োগ নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, চার হাজারেরও বেশি নিয়োগে অনিয়ম হয়েছে। কোথাও সহকারী শিক্ষিকার পদে থাকা ব্যক্তিদের পার্শ্বশিক্ষক হিসেবে দেখিয়ে বিএলও-র কাজে পাঠানো হচ্ছে। এই নিয়ে রাজ্যের জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট চেয়েছে CEO দফতর।

বিশেষজ্ঞদের মতে, এসআইআর প্রক্রিয়ার আগে বিএলও স্তরে এই ধরনের জটিলতা কমিশনের কাজকর্মে বিলম্ব ঘটাতে পারে। তবে কমিশন সূত্রে খবর, যারা অকারণে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

রাজ্যে খুব শীঘ্রই শুরু হতে চলা এসআইআর-কে ঘিরে এখন কার্যত প্রশাসনিক তাপমাত্রা ক্রমেই বাড়ছে।