/anm-bengali/media/media_files/2025/02/07/Wn1Fwu6cl073BRsT42tC.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার ৫৫ দিন কেটে গেলেও অভিযুক্তদের বিষয়ে কেন্দ্রের নীরবতা নিয়ে ফের একবার তীব্র প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স-এ (পূর্বতন টুইটার) একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়ে কেন্দ্রের জবাবদিহি দাবি করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন:
১ পহেলগাঁও হামলায় জড়িত চার জঙ্গির হদিস এখনও মেলেনি। কেন কেন্দ্র সরকার তাদের অবস্থান সম্পর্কে কোনও পরিস্কার তথ্য দিচ্ছে না?
২ ওই চার জঙ্গি এখনও জীবিত, নাকি তারা মারা গেছে? কেন্দ্র কি নিশ্চিত?
৩ এই জঙ্গিরা কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করল? সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।
৪ বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও পাকিস্তান অধিকৃত কাশ্মীর কবে ভারতের দখলে আসবে? সেই বিষয়ে কেন্দ্রের অবস্থান কি? জানতে চেয়েছেন অভিষেক।
৫ ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরুদ্ধে কেন কোনও জবাব দেয়নি কেন্দ্র?
৬ বিদেশ সফরে থাকা প্রতিনিধিদল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দেশের কাছ থেকে কী ধরনের সহায়তা পেয়েছে—সেটা স্পষ্ট করতে বলেন তিনি।
It has been over 55 DAYS since the PAHALGAM terror attack. It is deeply concerning that in a democracy neither the mainstream media, members of the opposition, nor the judiciary has stepped forward to raise these five critical questions before the Government of India. However, as…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 16, 2025
এর আগেও দিল্লির এক উচ্চ পর্যায়ের বৈঠকে অভিষেক এই প্রশ্নগুলি তুলেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, এখনই সময় পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের। তিনি আরও বলেন, “ওদের ভাষায় ওদের জবাব দেওয়া উচিত”।
পহেলগাঁও হামলার ৫৫ দিন পরেও কোনও দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। কেন্দ্রের ‘নীরবতা’ এবং ‘দায়িত্বজ্ঞানহীনতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই প্রশ্নগুলি শুধু সরকারের জবাবদিহি দাবি নয়, একইসঙ্গে জাতীয় নিরাপত্তা নীতিরও কঠোর পর্যালোচনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us