/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ২০২২ সালের উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ফের রাস্তায়। বৃহস্পতিবার সকাল থেকেই দ্রুত নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। তাঁদের প্রশ্ন— “পাশ করে কি ভুল করেছি?”
আন্দোলনের জেরে সন্ধ্যায় চাকরিপ্রার্থীরা পৌঁছে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কালিন্দির বাড়ির কাছেও। তবে সেখানে গিয়ে পড়তে হয় পুলিশের বাধার মুখে।
শিক্ষামন্ত্রী অবশ্য এই আন্দোলনকে “অর্থহীন” বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, "খুব দ্রুত পর্ষদ ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করতে যাচ্ছে। এক-দু’দিনের মধ্যেই তা বের হবে। তার আগে এই আন্দোলনের উদ্দেশ্য কী, বুঝতে পারছি না"।
কিন্তু তাতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, তিন বছর ধরে শুধুই প্রতিশ্রুতি শুনছেন তাঁরা। এক চাকরিপ্রার্থী বলেন, “ব্রাত্য বসু বলছেন ভ্যাকেন্সি নেই। অথচ পর্ষদের সভাপতি নিজে বলেছেন ৫০ হাজার শূন্যপদ রয়েছে। ভোটের আগে নিয়োগ চাই"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/10/GeZeGJU9dZwfSR68eBWN.jpg)
আন্দোলনকারীরা এদিন নেপালের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গেও তুলনা টেনেছেন। এক চাকরিপ্রার্থী বলেন, “নেপালে গণআন্দোলনের কারণ ছিল বেকারত্ব, স্বজনপোষণ আর দুর্নীতি। পশ্চিমবঙ্গেও সেই একই অবস্থা। আমরা সরকারের পতন চাই না, কিন্তু ক্ষোভ কোথায় গিয়ে আছড়ে পড়বে, কেউ জানে না"।
চাকরিপ্রার্থীদের হুঁশিয়ারি, এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us