/anm-bengali/media/media_files/2025/02/13/aH3mg5Qw3oZLUPpBpblZ.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: আর মাত্র সাত মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ফের রাজ্যের রাজনীতির কেন্দ্রে গীতাপাঠ। বিজেপি-ঘনিষ্ঠ সংগঠন সনাতন সংস্কৃতি সংসদ ঘোষণা করেছে, আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হবে “পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ”—যা বাংলায় ধর্মীয় আবহে রাজনৈতিক উষ্ণতা আরও বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এটি হবে তৃতীয়বারের মতো বৃহৎ পরিসরে গীতাপাঠ আয়োজন। আগের দুটি আয়োজন - ২০২৩ সালের ডিসেম্বরে, লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু বিজেপি নেতা-নেত্রী। আয়োজকদের দাবি, এক লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন সেই ধর্মীয় অনুষ্ঠানে। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে, শিলিগুড়ির কাওয়াখালি মাঠে আয়োজিত হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সেখানে রাজ্য ছাড়াও প্রতিবেশী রাজ্য থেকে বহু মানুষ উপস্থিত হন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/29/6dQOmY0mQDcMGIlKnNjn.webp)
এবারের গীতাপাঠের নেতৃত্বে থাকছেন কার্তিক মহারাজ। উপস্থিত থাকবেন গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজ, পাশাপাশি থাকার সম্ভাবনা রয়েছে বাগেশ্বর ধামের মহামণ্ডলেশ্বর ধীরেন্দ্র মহারাজের। সূত্রের খবর, আগের মতো এবারও বিজেপির একাধিক নেতা-নেত্রী অংশ নিতে পারেন এই অনুষ্ঠানে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us