/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: অনুপ্রবেশ ইস্যুতে যখন রাজ্য রাজনীতি তপ্ত, সেই সময়ই সল্টলেক থেকে গ্রেফতার হল পাঁচ বাংলাদেশি নাগরিক। ধৃতদের মধ্যে রয়েছেন এক নাবালিকা ও দুই পুরুষ। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ উদয়ন পল্লী এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দুই মহিলা মাত্র ছ’মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। বাকি তিনজন ১০ থেকে ১৫ বছর আগে নদিয়ার সীমান্ত পথে এদেশে ঢুকে প্রথমে সেখানে বসবাস শুরু করে। পরে সল্টলেকের উদয়ন পল্লীতে ভাড়া বাড়ি নিয়ে থাকতে শুরু করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
জেরার পর জানা গিয়েছে, ধৃতরা এদেশে ঢোকার পরেই ভারতের আধার ও ভোটার কার্ডের মতো নথি তৈরি করে নিয়েছিল। কারা তাঁদের এই কাজে সাহায্য করেছে এবং উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিন ধৃতদের বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে অনুপ্রবেশ ইস্যুতে চাপানউতোর শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us