ল কলেজে আসছেন কেন্দ্রীয় কমিটির ৪ সদস্য, রিপোর্ট চাইলেন জেপি নাড্ডা

বিজেপির চার সদস্যের একটি তদন্ত কমিটি আসছে ল কলেজে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
law college rape

File Picture

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কলকাতার ল কলেজে আইনের ছাত্রীর ধর্ষণের ঘটনায় এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রও। কি ঘটেছে, আর পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট হাতে পেতে এবার কেন্দ্রীয় কমিটি গঠন করে দিল কেন্দ্রীয় সরকার।

ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিজেপির চার সদস্যের একটি তদন্ত কমিটি আসছে ল কলেজে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করেছেন বিজেপির সম্বিত পাত্র।

GuhH_ipXwAELdz5

কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং, মীনাক্ষী লেখি, সাংসদ বিপ্লব দেব এবং মনন মিশ্র।