/anm-bengali/media/media_files/2025/02/08/1UrGpzwbpqiKCDZKpxwo.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বহাল থাকল প্রাথমিক শিক্ষার ৩২ হাজার শিক্ষকের চাকরি। বাতিল হল আগের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। তাঁদের বক্তব্য, ‘সত্যের জয় হল, অবশেষে যোগ্যতার মর্যাদা পেলাম’।
তবে রায়কে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মন্তব্য করেছেন, চাকরি রক্ষা পেলেও “প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্রয় মিলল বলে আশঙ্কা থেকে যাচ্ছে”। তাঁর দাবি, নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির প্রশ্ন এ রায়ে এখনো অমীমাংসিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/04/1000095332.jpg)
এবার এই রায় নিয়েই মন্তব্য করলেন রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি তুলে কুণাল বলেন, “চাকরি খাওয়ার রাজনীতি প্রমাণিত। বিচারপতির চেয়ার ব্যবহার করে ইস্যু তৈরি করে পরে বিজেপিতে যোগদান এক আশঙ্কাজনক নজির”। তিনি হাইকোর্টকে প্রাক্তন বিচারপতির ভূমিকা নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্তের দাবিও তুলেছেন।
সব মিলিয়ে, আদালতের রায় যেমন শিক্ষকদের মুখে হাসি ফেরাল, তেমনই আইনি লড়াই ও রাজনৈতিক দোষারোপের নতুন অধ্যায়ও খুলে দিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us