New Update
/anm-bengali/media/media_files/0rRWTkBfui1yUOqZDqPn.png)
ব্যাঙ্ক বন্ধ
নিজস্ব সংবাদদাতা: এই সপ্তাহে মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধের (Bank Holiday) পর আবার পরপর ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। শুক্রবার গুড ফ্রাইডে (Good Friday) উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। তার পরের দিন মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ছুটি। আর এরপর রবিবার স্বাভাবিকভাবেই বন্ধ থাকে ব্যাঙ্ক। আবার ব্যাঙ্ক খুলবে সোমবার অর্থাৎ ১০ তারিখ। লাগাতার ৩ দিন ছুটি পেয়ে খুশি কর্মীরা (Bank Employees)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us