/anm-bengali/media/media_files/E4870XE3SfLn39e6QS5J.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। গতকাল বিজেপি সবে তাদের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এরই মধ্যে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় পৌঁছল ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩ তারিখ মোট ৭ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল, তার মধ্যে ৩ কোম্পানী ইতিমধ্যেই এসে পৌঁছেছে। বিকেলের মধ্যে বাকি ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে বলে জানা গেছে। আগত ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে তিনটে ডিভিশন অর্থাৎ ইডি (ED), এসএসডি (SSD) ও পোর্ট ডিভিশনে মোতায়েন করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকেই রুট মার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। পরবর্তীতে ৭ মার্চ আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।
নির্বাচন কমিশন (Election Commission) গত সপ্তাহেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, ভোটের আগেই ১ মার্চ থেকে রাজ্যে আসবে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সেই কথা মতোই শুক্রবার থেকেই রাজ্যে (West Bengal) কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। বেশকিছু জায়গায় শুরু হয়েছে রুট মার্চ।
/anm-bengali/media/post_attachments/228472eb1e47c59f61091cb97e705190bc4a868111112fca431ecc02e4c51c3d.webp)
/anm-bengali/media/post_attachments/4d63c08d1ce580cc057f847e66b77bc9525ba20054c14cc850b7db12a45c8c0f.jpeg)
/anm-bengali/media/post_attachments/358a644da576703825343a2b63f611819da91f2ae1046d8e73df2168dd08bc69.jpeg)
/anm-bengali/media/post_attachments/b3224d6ce5fbd4752ef02d044cd21d62e31742bbb34c84f97b794cfbf43edc05.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us