New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে দুর্নীতি। রয়েছে বরানগর পুরসভার নামও। বরানগর পুরসভার ৬০ জন গ্রুপ ডি কর্মীর নিয়োগ সংক্রান্ত নথি মিলছে না। এদিকে দক্ষিণ দমদম পুরসভার ২৯ জন গ্রুপ সি কর্মীর নিয়োগ সংক্রান্ত নথি বা তথ্য নেই। পুর দুর্নীতি মামলার তদন্তে জানাল সিবিআই। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই ২ পুরসভার পুরবোর্ড সংক্রান্ত তথ্য চেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ২ পুরসভার একাধিক আধিকারিককে। তৎকালীন পুর চেয়ারম্যান পাঁচু রায় সব জানেন, দাবি করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার আধিকারিকরা।
![]()
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us