সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনই ২১ জুলাই, কোন রাস্তা এড়িয়ে চলবেন, আর কোন দিকে যাবেন তা জানেন কি?

সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতেই কোমর বেঁধে নামছে কলকাতা পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
21 july mamata banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: সোমবার, ২১ জুলাই - তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী-সমর্থক শহরে আসবেন ধর্মতলার সমাবেশে যোগ দিতে। আর ঠিক সেই দিনটাই সপ্তাহের প্রথম কাজের দিন। ফলে শহরে চরম যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতেই কোমর বেঁধে নামছে কলকাতা পুলিশ।

সোমবারের যানবাহন নিয়ন্ত্রণ ও মিছিল চলাচলের রুট নির্ধারণ করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

সিঁথি মোড়, হাডকো মোড় ও চিংড়িঘাটা ক্রসিংয়ে যানজট রুখতে পরিস্থিতি খতিয়ে দেখেন সিপি। সিঁথি মোড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলী ধরের সঙ্গে সমন্বয় বৈঠক করেন মনোজ ভার্মা। উত্তর ২৪ পরগনা থেকে ধর্মতলার উদ্দেশ্যে যাওয়া গাড়িগুলিকে কোন রুটে চালিত করা হবে, সেই পরিকল্পনা চূড়ান্ত হয়।

kolkata-police-sixteen_nine

হাডকো মোড়ে বিধাননগর পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গেও আলোচনা হয়। সপ্তাহের প্রথম দিনে কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষের যাত্রাপথ যাতে বাধাগ্রস্ত না হয়, সে দিকটি বিশেষভাবে খতিয়ে দেখেন পুলিশ কমিশনার।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধর্মতলায় প্রবেশের বিভিন্ন রুটে থাকবে ডাইভারশন ও ট্রাফিক কন্ট্রোল। মিছিল চলার সময় কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় সাময়িক যান চলাচল বন্ধ রাখা হতে পারে। নিয়ন্ত্রিত পথে গাড়ি ঘোরানোর ব্যবস্থা ও বিকল্প রুটের পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ সাধারণ নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছে, সোমবার অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলতে এবং বিকল্প রুট ব্যবহার করতে।