New Update
/anm-bengali/media/media_files/x8c9NNE64buojJ0Vgn2N.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: চিনের ভাষায় এবার ২১ জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখন। অবাক লাগলেও খাস কলকাতার বুকে মমতার ডাকে সাড়া দিয়ে ধর্মতলায় যাওয়ার আহ্বান দেওয়া হল চিনা ভাষায়। পূর্ব কলকাতা লাগোয়া ট্যাংরা অঞ্চলে এমনই দেওয়াল লিখন দেখা গেল। ট্যাংরা অঞ্চলের তৃণমূলপন্থী নেতারা ২১ জুলাই ধর্মতলার সভায় যাওয়ার ডাক দিয়ে এই দেওয়াল লিখন করেছে বলে জানা গেছে। বসবাসকারী সবাই ভারতের নাগরিক। অনেকেই বাংলা কথা বোঝেন। পড়তে সমস্যা হয় তাঁদের। তাই তাঁদের কথা মাথায় রেখে চিনের প্রধান ভাষা ম্যান্ডারিন হরফে তৃণমূল পন্থীদের ২১ জুলাইয়ে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। গত শতাব্দীর গোড়ার দিকে মধ্য কলকাতার টেরিটি বাজারেই প্রথম চিনা শহর গড়ে ওঠে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us