/anm-bengali/media/media_files/iM0Rod0CaKIplWEVUI27.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কেলগ কলেজে বিক্ষোভের মুখে পড়া নিয়ে এবার একে একে মন্তব্য করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কেউ মুখ্যমন্ত্রীর পক্ষে কথা বলছেন তো কেউ আবার তারই বিপক্ষে যাচ্ছেন। সম্পূর্ণ ঘটনায় এসএফআই নিশানায় থাকলেও তা নিয়ে মন্তব্য করতে ছাড়ছে না বিজেপি। এবার সেই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা এরাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে লেখেন, “গণতন্ত্রের তথাকথিত রক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্রিটেনেও বাঙালিদের রোষের মুখোমুখি! “আপনি অভয়াকে হত্যা করেছেন! হিন্দুদের ব্যাপারে চুপ কেন? আপনি টাটাকে তাড়িয়ে দিয়েছিলেন!"—এইসব কঠোর সত্যের মুখোমুখি তিনি হচ্ছেন। বাস্তবতা স্পষ্ট: বাঙালিরা, বাংলায় থাকুক বা বিদেশে, তার ভণ্ডামি বুঝতে পেরেছে। তিনি বাংলাকে অনাচার, তোষণ, দুর্নীতি এবং বেকারত্বের দিকে ঠেলে দিয়েছেন। এখন, তিনি হাইড পার্কে পিছনের দিকে হাঁটছেন, ঠিক যেমন তিনি বছরের পর বছর ধরে বাংলাকে পিছনে টেনে নিয়ে এসেছেন। ২০২৬ সালের গণনা শুরু হয়েছে। বাংলা উঠবে, আর আপনার পতন হবে! লজ্জা, মমতা দিদি লজ্জা!”
Mamata Banerjee, the so-called champion of democracy, is now facing the wrath of Bengalis even in Britain! "You killed Abhaya! Why are you silent about Hindus? You drove Tata away!"—These are the harsh truths she was confronted with. The reality is clear: Bengalis, whether in… pic.twitter.com/5jAEmpUveY
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) March 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us