New Update
/anm-bengali/media/media_files/MoSvLRcSvx7A8Oyt6k6r.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ লালবাজার থেকে বেড়িয়ে গেলেন দুই চিকিৎসক, কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী।
সূত্র মারফত জানা গিয়েছে যে, তারা বেড়িয়ে এসে পুলিশ প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার কথা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে, এভাবে তাদেরকে ডেকে হেনস্থা করা অত্যন্ত অসম্মানজনক। তারা এর বিরোধিতা করছেন।
/anm-bengali/media/media_files/ie45kvvbin9IwAVlwH7n.jpeg)
সূত্র মারফত আরও গিয়েছে যে, লালবাজারের উচ্চ কর্তৃপক্ষ দুই চিকিৎসকের এই সমনকে খারিজ করেছে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আজ দুপুরে আর জি কর কাণ্ডে লালবাজারে সমন করা হয়েছিল দুই নামী চিকিৎসক, কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে।
/anm-bengali/media/post_attachments/e68c0778-f9b.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us