New Update
/anm-bengali/media/media_files/pfRswLCYM2f0EKwsJH1k.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকাল CISF-এর ডিআইজি আরজি কর হাসপাতালের গোটা চত্বর ঘুরে দেখেন। কোথায় কত সেনা মোতায়েন করতে হবে তা নিয়ে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এমনকি বিকেলে লালবাজারে গিয়েও বৈঠক করেন ডিআইজি। আর বৈঠকের পরই সিদ্ধান্ত হয়ে গেল কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আরজি কর হাসপাতালে।
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
যা জানা যাচ্ছে, আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২ কোম্পানি আধা সেনা। একদিনের ৩ শিফটে ১৮৫ জন আধা সেনা মোতায়েন করা হবে। আজ থেকে হাসপাতালের ২৫টি জায়গায় মোতায়েন থাকবে আধা সেনা। এদিন সকাল ১১টা থেকেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করবে সিআইএসএফ।
/anm-bengali/media/media_files/KektAfskEcqDGGUAx3hv.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us