Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/l9mbOAaTsObGR5W1TLd1.jpg)
নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে মামলা সরালেন হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Chief Justice)। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বদল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) বেঞ্চ থেকে সরলো দুটি মামলা। সরানো হলো সৌমেন নন্দী, রমেশ মালিকের মামলা। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুটি মামলা গেলো বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) বেঞ্চে।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us