কলকাতায় ফিরল মণিপুরে আটকে থাকা ১৮ জন শিক্ষার্থী, জানালেন মুখ্যমন্ত্রী

মণিপুর থেকে কলকাতায় ফিরল ১৮ জন শিক্ষার্থী। ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
MAMATA DA

নিজস্ব সংবাদদাতা: মণিপুরের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে এবার কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ১৮ জন শিক্ষার্থীকে। তাদের রাজ্যে ফিরিয়ে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে স্বস্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, প্রত্যেকে ইম্ফলে এগ্রিকালচারাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি ভাবে তাদের রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে।

Image

আজ সকাল ১০ টা বেজে ১৫ মিনিটে তাদের বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বলে জানা যাচ্ছে। শিক্ষার্থীরা বিএসসি/এমএসসি/পিএইচডি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমাদের অফিসাররা তাদের কলকাতা বিমানবন্দরে বিশেষ ভাবে স্বাগত জানান এবং কলকাতা থেকে তাদের বাসভবনে যাওয়ার জন্য পরবর্তী যাত্রার ব্যবস্থা করেন"। তিনি আরও জানিয়েছেন, মণিপুরে আটকে পড়া রাজ্যের বাকিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সকলের জন্য নবান্ন কাজ করে চলেছে বলে জানিয়েছেন তিনি।