New Update
/anm-bengali/media/media_files/2025/07/19/child-rape-2025-07-19-11-07-29.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার খবরের শিরোনামে উঠে এল SSKM হাসপাতাল। এক ১৫ বছর বয়সী নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠলো খোদ হাসপাতালের ভিতরেই। গতকাল দুপুরে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠলো SSKM হাসপাতালেরই এক প্রাক্তন চুক্তি ভিত্তিক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আগে কাজ করার সুবাদে হাসপাতালের ইউনিফর্ম ছিল ওই ওয়ার্ড বয়ের কাছে। সেই ইউনিফর্ম পরেই হাসপাতালে ঢোকে সে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000061383.jpg)
গতকাল ওপিডিতে চিকিৎসা করাতে এসেছিল ওই নাবালিকা। তাঁর পরিবার যখন ডাক্তার দেখানোর জন্য টিকিট করাতে ব্যস্ত ছিল, ঠিক তখনই ওই নাবালিকাকে ভুলিয়ে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে যায় ওই অভিযুক্ত। এরপর শৌচাগারেই ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করে সে। অভিযুক্ত ওই যুবকের নাম অমিত মল্লিক। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us