কোথাও ১৫, তো কোথাও ১৭, আগামী কয়েকদিনে যা হবে আরও নিম্নমুখী, জানালো হাওয়া অফিস

সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Winter

File Picture

নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের শুরু থেকেই রাজ্যের আকাশে স্পষ্ট হচ্ছে শীতের পূর্বাভাস। দিন কাটতে না কাটতেই বদলে যাচ্ছে হাওয়ার প্রকৃতি। উত্তর-পশ্চিম দিক থেকে বইছে শীতল হাওয়া, ফলে দিনের তুলনায় ভোর ও রাতের পারা উল্লেখযোগ্যভাবে কমছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

বর্তমানে শ্রীনিকেতন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলে ১৬ ডিগ্রির আশেপাশে, পুরুলিয়ায় প্রায় ১৭ ডিগ্রি এবং মালদহে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা নথিভুক্ত হচ্ছে। রাজ্যের প্রায় সব জেলাতেই ভোরবেলায় দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি কুয়াশা, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যার দাপট আরও বেশি। উপকূলবর্তী জেলাগুলিতেও একই দৃশ্য।

কলকাতায়ও শীতের পরশ ধীরে ধীরে অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের অনুমান, আগামী কয়েকদিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলে পারা নামতে পারে ১৫-১৬ ডিগ্রি কিংবা তার চেয়েও নিচে।

s

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালবেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা। পাহাড়ি এলাকায় কুয়াশার পরিমাণ তুলনামূলকভাবে আরও বেশি থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

সব মিলিয়ে সামনের কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকবে। রাজ্যজুড়ে শীতের আমেজ দ্রুত বাড়তে চলেছে বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের।