New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : রণক্ষেত্র মহেশতলা। আজ সকাল থেকেই এক গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে,চরম নৈরাজ্যের ছবি দেখা গেল সমগ্র মহেশতলা জুড়ে। পুলিশ স্টেশনের মাত্র কয়েক হাত দূরেই পোড়ানো হল পুলিশের গাড়ি। একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের দিকেই পাথর ছুঁড়তে শুরু করেন একদল দুষ্কৃতী। পাল্টা পুলিশও কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে এই দুষ্কৃতীদের দিকে। আর এই পরিস্থিতি ঠান্ডা করার জন্য এইবার সমগ্র এলাকা জুড়ে ১৪৪ ধারা যদি করা হল।
/anm-bengali/media/media_files/2025/05/30/17ghY1gVVNnqVvpEasUQ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us