/anm-bengali/media/media_files/2025/08/13/independence-day-kolkata-2025-08-13-21-54-36.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোড ও সংলগ্ন এলাকায় থাকছে নজিরবিহীন নিরাপত্তা। গোটা রেড রোড চত্বরকে ভাগ করা হয়েছে ১৩টি নিরাপত্তা জ়োনে, যাতে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই রেড রোডে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক সহ একাধিক শীর্ষকর্তা। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন IPS ও একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। এলাকায় স্থাপন করা হবে পুলিশ বুথ।
১৪ অগস্ট রাত থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় শুরু হবে নাকা চেকিং। মেট্রো স্টেশনগুলিতেও বাড়ানো হবে নজরদারি। রেড রোড ও আশেপাশে থাকবে ৯টি পিসিআর ভ্যান এবং ৬টি ওয়াচ টাওয়ার। দর্শকদের জন্য ডাফরিন রোড বাস্কেটবল গ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
/anm-bengali/media/post_attachments/4bf95c33-29f.png)
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও-এ জঙ্গি হামলায় পর্যটকদের হত্যার পর এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এটাই প্রথম স্বাধীনতা দিবস। ফলে, এবার নিরাপত্তা আরও কড়া ও বহুমুখী করার দিকে জোর দিচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us