/anm-bengali/media/media_files/2025/09/16/whatsapp-image-2025-09-16-at-171726-2025-09-16-17-42-23.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নয়া দিশা আনতে বড় পদক্ষেপ নিল সরকার। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালের নবনির্মিত ‘উডবার্ন-২ অনন্য’ ব্লকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩১টি কেবিন নিয়ে তৈরি এই অত্যাধুনিক ব্লককে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, “বেসরকারি হাসপাতালকে টেক্কা দেবে এসএসকেএম-এর দ্বিতীয় উডবার্ন ব্লক”।
নতুন ব্লকে রয়েছে ২১টি সিসিইউ (CCU) বেড। স্বাস্থ্যকর্তাদের মতে, এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় আসবে এক বড় পরিবর্তন। এই দিনেই মুখ্যমন্ত্রী একগুচ্ছ স্বাস্থ্য প্রকল্পেরও উদ্বোধন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
১ কলকাতা পুলিশ হাসপাতালের নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক (ব্যয়: ₹২৫.৭১ কোটি)
২ লি রোডের ৭ তলা ছাত্রাবাস (ব্যয়: ₹২৪.৪৯ কোটি)
৩ রেডিওলজি বিভাগে ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন (ব্যয়: ₹৭.৬৪ কোটি)
৪ সম্পূর্ণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম (ব্যয়: ₹৭.৫০ কোটি)
তালিকায় আরও রয়েছে, যেমন - নিউরোসায়েন্স ইনস্টিটিউটের অপারেশন থিয়েটার সংস্কার, স্বাস্থ্য ভবনের অ্যানেক্স-১ (ব্যয়: ₹১৬ কোটি), এবং ড্রাগ কন্ট্রোল অধিদফতরের নতুন আধুনিক ভবন (ব্যয়: ₹৩২.৯২ কোটি)।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/16/whatsapp-image-2025-09-16-at-173030-2025-09-16-17-41-04.jpeg)
এদিন উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “জনস্বাস্থ্যের উন্নয়নই আমাদের সরকারের অগ্রাধিকার। সাধারণ মানুষ যাতে আধুনিক, দ্রুত ও সুলভ চিকিৎসা পান, তার জন্য এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই শক্তপোক্ত হবে। সরকারি স্বাস্থ্য পরিষেবা আরও বিজ্ঞানসম্মত ও নাগরিকদের কাছে ভরসাযোগ্য হয়ে উঠবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us