নিজস্ব সংবাদদাতা: ফের পূর্ণ কর্ম বিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আরজি করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রশিক্ষণাধীন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে দীর্ঘদিন ধরে পূর্ণ কর্মবিরতির মধ্য দিয়ে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকেরা। আর এবার ফের একবার সেই পূর্ণ কর্ম বিরতিতেই যাচ্ছেন চিকিৎসকেরা।
গতকালের সুপ্রিম শুনানির পরই জিবি বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন। প্রায় ভোর রাত তিনটে পর্যন্ত চলে সেই বৈঠক। আর বৈঠক শেষে তারা জানিয়ে দেয় ফের পূর্ণ কর্মবিরতিতে যেতে চলেছে জুনিয়র চিকিৎসকেরা। আর তার জন্যে মোট ১০ দফা দাবি পেশ করেছেন তারা। এবার দেখে নিন সেই ১০ দফা দাবি গুলি কি কি -
১ দীর্ঘ সূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ন্যায় বিচার
২ স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে
৩ রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে
৪ প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে
৫ অতিদ্রুত কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে নিরাপত্তা জোরদার করতে হবে
৬ সিভিক নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে
৭ স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ গুলি অবিলম্বে পূরণ করতে হবে
৮ থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে আর দোষীদের শাস্তি দিতে হবে
৯ অবিলম্বে মেডিক্যাল কলেজ গুলিতে ছাত্রসংসদ নির্বাচন করতে হবে
১০ স্বাস্থ্য বিভাগে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তার দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে