/anm-bengali/media/media_files/f9yDg1nerNChmEMnZarx.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই তিলোত্তমার ধর্ষণ-খুনের বিচারের দাবিতে নবান্ন অভিযান। যদিও কলকাতা পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য কোনও সংস্থা আনুষ্ঠানিক অনুমতির আবেদন করেনি, তবুও অভিযানে বাধা দিতে প্রশাসন প্রস্তুত।
এদিকে, শুক্রবার রাত ৯টা থেকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিলের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট (WBJDF)। ভোর ৪টা পর্যন্ত শ্যামবাজারে অবস্থান কর্মসূচি চলবে। শনিবার থাকছে রাখি বন্ধন অনুষ্ঠান। চিকিৎসক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ রাতেও শ্যামবাজার থেকে আরও একটি মিছিল হওয়ার কথা।
R G Kar কাণ্ডের পর প্রথম বড় নাগরিক আন্দোলন হয়েছিল গত বছরের ১৪ অগস্ট। এক বছর পেরিয়েও ন্যায় পাননি তিলোত্তমার বাবা-মা। তাই ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের পরিবার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/9CISiH3bYDDWwXOuRL0A.webp)
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, “এই প্রতিবাদে রাজনীতির রং না লাগুক, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের সমস্ত কর্মী এতে অংশ নেবেন”। তবে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিকে কটাক্ষ করে বলেছেন, “একটা এজেন্ডা তৈরি করা হয়েছে, যা বিজেপির দ্বারাই পরিচালিত হচ্ছে। সরকারি দুষ্কৃতীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে”।
তবে রাজনৈতিক তর্জা যাই থাকুক না কেন, আজ ফের রাত জাগবে তিলোত্তমা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us