/anm-bengali/media/media_files/c7gO67Y9VA00nZfKilRA.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার কর্ণাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়াকে প্রশ্ন করলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। কর্ণাটক নির্বাচনের পূর্বে সিদ্দারামাইয়া সরকারের আমলে কর্ণাটকের কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছেন জেপি নাড্ডা। তিনি বলেন, "আমি গত ৫ দিন ধরে জিজ্ঞাসা করছি- কেন তারা সিদ্দারামাইয়া সরকারের আমলে হওয়া বড় কেলেঙ্কারির উত্তর দিচ্ছে না? ডিকে শিবকুমার জামিনে রয়েছেন- কেন তারা এর উত্তর দেয় না? তারা কিভাবে দুর্নীতি নিয়ে কথা বলার সাহস পায়? কর্ণাটকের মানুষ সবই ভালো করে জানে"। কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রচারের লক্ষ্যে দাভানাগেরেতে রয়েছেন জেপি নাড্ডা। সেখান থেকে এই বার্তা দিয়েছেন তিনি।
#WATCH | Davanagere: "I have been asking for the past 5 days - why do they not give an answer on the big scams during the Siddaramaiah Govt? DK Shivakumar is out on bail - why do they not answer it? How do they get the courage to speak on corruption? People of Karnataka know… pic.twitter.com/iwLfaZKtJ6
— ANI (@ANI) April 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us