জয় হবেই: সরকারকে হুংকার বিরোধী দলনেতার

কর্ণাটক নির্বাচন শেষে জয় নিয়ে আশা প্রকাশ করলেন কংগ্রেস নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া। কি বললেন তিনি? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
Siddaramaiah

নিজস্ব সংবাদদাতা: আজ কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ নিজেদের রায় জানিয়ে দিয়েছেন। এবার নির্বাচনে জয় নিয়ে আশা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তিনি বলেন, "কংগ্রেস দল আরামদায়ক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে। আমি বরুণা কেন্দ্রে স্বাচ্ছন্দ্যে জিতব"। কর্ণাটকে বিজেপি সরকারের পতন সময়ের অপেক্ষা বলে মনে করছেন সিদ্দারামাইয়া। এছাড়াও এদিন কর্ণাটকে কংগ্রেসের জয় নিয়ে আশা প্রকাশ করেছেন কর্ণাটকের প্রাক্তন বিজেপির মুখ্যমন্ত্রী তথা বর্তমান কংগ্রেস নেতা জগদীশ শেত্তর। তিনি বলেন, "কংগ্রেস স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং সরকার গঠন করবে। এক্সিট পোল অনুসারে, কংগ্রেস একক বৃহত্তম দল। অন্য কোনো দলের সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না, বিশেষ করে জেডি(এস)"। এছাড়াও কর্ণাটকে কমপক্ষে ১৪৬ টি আসন কংগ্রেস পাবে বলে দাবি করলেন কংগ্রেসের রাজ্য সভাপতি ডিকে শিবকুমার। তিনি বলেন, "আমি এক্সিট পোলের এই সংখ্যাগুলি বিশ্বাস করি না। আমি আমার সংখ্যায় দাঁড়িয়ে আছি যে আমরা ১৪৬ টি আসন অতিক্রম করব। সাধারণ মানুষ উচ্চশিক্ষা এবং বৃহত্তর স্বার্থ দেখছে কারণ কর্ণাটকে 'ডবল ইঞ্জিন' ব্যর্থ হয়েছে"। কর্ণাটকে ১৩ মে নির্বাচনের ফল ঘোষণা। ওই দিনই জানা যাবে জনগণের রায়ে কর্ণাটকে শেষ হাসি কোন দল হাসবে।