/anm-bengali/media/media_files/36PIipNV6MNAe9QXLdMj.webp)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচন বর্তমানে ক্রমশই কৌতূহলপূর্ণ হয়ে উঠছে। সিদ্দারামাইয়া ও শিবকুমারকে নিয়ে দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে তরজা চলছে। এবার মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ার বিষয়ে জানিয়েছেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশ। তিনি বলেছেন, " ডিকে শিবকুমার আজ আসছেন। তারপর এআইসিসি সভাপতি এবং অন্যান্য নেতারা একসাথে বসে বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধী এই ইস্যুতে একসঙ্গে সিদ্ধান্ত নেবেন"। তার কথা থেকেই বোঝা যাচ্ছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম আজকে জানা গেলেও তার জন্য রাত অবধি অপেক্ষা করতে হতে পারে।
#WATCH | Delhi: Congress chief Mallikarjun Kharge and Sonia Gandhi will take a call on the issue (of deciding Karnataka CM). DK Shivakumar is coming today, after that, AICC president and other leaders will sit together & discuss the issues: Karnataka Congress President DK… pic.twitter.com/sBEey0lK1y
— ANI (@ANI) May 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us