/anm-bengali/media/media_files/fFeJn0sA8Z5ejxQj8jld.jpg)
নিজস্ব সংবাদদাতা: চলতি মাসেই হতে চলেছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। তার আগে এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অবস্থান কি হবে সেই বিষয়ে বার্তা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, " আমি মনে করি না কংগ্রেস কিছু করতে পারবে। কংগ্রেস যে ক্ষমতায় আসবে তা কারও মাথায় রাখা উচিত নয়"। তুমাকুরুতে এক সংবাদ সম্মেলন থেকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বার্তা দিয়েছেন। তিনি আরও বলেন, "কংগ্রেস আগামী ১০০ বছর পর্যন্ত জিততে পারবেনা"। এছাড়াও তিনি বলেন, "এই নির্বাচনী এলাকা (তুমাকুরু) কংগ্রেসের দুর্নীতি ও অদক্ষতার প্রতীক। আজ ৩৪২ টি গ্রামের মধ্যে বেশিরভাগ গ্রামেই পানীয় জল ও রাস্তা নেই। আমরা এটিকে কর্ণাটকের সবচেয়ে দক্ষ নির্বাচনী এলাকায় রূপান্তর করতে চাই। সেই কারণেই আমরা সেরা প্রার্থী রেখেছি এখানে, কারণ আমরা এই আসনের মহান ভোটদাতাদের সেবা করতে চাই"।
#KarnatakaElections2023 | I don’t think that Congress can do anything. Nobody should keep in mind that Congress will come to power. Congress will not win for the next 100 years said Assam CM Himanta Biswa Sarma at a Press Conference in Tumakuru pic.twitter.com/LwGwuJmxXM
— ANI (@ANI) May 1, 2023
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us