New Update
/anm-bengali/media/media_files/wa8LYYT8UrTzoqsAjAxg.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া চলছে। সিদ্দারামাইয়া নাকি শিবকুমার, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে উচ্চ নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লিতে পৌঁছেছেন সিদ্দারামাইয়া। অপরদিকে এখনও বাসভবনেই রয়েছেন শিবকুমার। তাকে তার সমর্থকদের সঙ্গে দেখা গিয়েছে। ফলে তার দিল্লি যাওয়া নিয়ে ক্রমশই প্রশ্ন উঠছে। তবে তিনি আরও পরে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে পারেন বলে মনে করা হচ্ছে।
#WATCH | Karnataka Congress President DK Shivakumar at his Bengaluru residence as his supporters gather here. He is likely to leave for Delhi today pic.twitter.com/wOPezYgK6h
— ANI (@ANI) May 15, 2023
k k k k k k k k k kk k kk k k k kk k k k kk k
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us