/anm-bengali/media/media_files/IBaYv60jYXEFh5cceVdI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হাতেগোনা আর মাত্র ৪ দিন, তারপরেই কর্ণাটকে বিধানসভা ভোট শুরু হবে। এদিকে আসন্ন এই ভোটকে পাখির চোখ করে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। আজ শনিবার রেকর্ড গড়ার পথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ তিনি কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে ২৬ কিলোমিটার দীর্ঘ রোড শো করলেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। এদিন রোড শোয়ের আগে প্রধানমন্ত্রী মোদী টুইট করেন যে, 'বেঙ্গালুরু এবং বিজেপির বন্ধন অনেক পুরনো। এই শহরটি প্রথম দিন থেকে আমাদের দলকে সমর্থন করেছে এবং আমরা এর বিকাশের জন্য অসংখ্য প্রচেষ্টা করেছি।'
#WATCH | Prime Minister Narendra Modi holds a 26 km long roadshow in Bengaluru, ahead of Karnataka Assembly elections#Karnatakaelectionspic.twitter.com/ShebLJOhlw
— ANI (@ANI) May 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us