কংগ্রেস এলে মুসলিম রিসার্ভেশন ফিরে আসবে, আপনারা কি তাই চান? সোজা প্রশ্ন অমিত শাহের

কর্ণাটকে মুসলিম রিজার্ভেশন নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ। কি বললেন তিনি? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
amit s

নিজস্ব সংবাদদাতা: আর দিন কয়েক মাত্র, তারপরেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। কর্ণাটকে শাসন ধরে রাখতে মরিয়া বিজেপি সরকার। বর্তমানে কর্ণাটকে রয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। কর্ণাটকের বাইন্দুরে জনসভা করেছেন অমিত শাহ। সেখান থেকে এবার কর্ণাটকবাসীদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন তিনি। তিনি বলেন, "বিজেপি ৪ শতাংশ মুসলিম রিজার্ভেশন বাতিল করেছে। সেই রিজার্ভেশন সংবিধান অনুযায়ী ছিল না। আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে রিজার্ভেশনের অনুমতি দেয় না। কংগ্রেস বলে যে তাদের রিভার্স গিয়ার সরকার এলে, তারা আবার মুসলিম রিজার্ভেশন ফিরিয়ে আনবে। আপনারা কি তাই চান?" তিনি কর্ণাটকবাসীদের জানিয়েছেন যদি তারা তা না চায় কর্ণাটকে আবার বিজেপি সরকারকে ফিরিয়ে আনতে হবে। উল্লেখ্য, আজ কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করেছেন। এখন অপেক্ষা ১০ মে পর্যন্ত, ওইদিনই কর্ণাটকবাসী নিজেদের রায় জানাবেন।