New Update
/anm-bengali/media/media_files/PUtQi8jxbNiYO2yJ2ybH.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে কংগ্রেসের বিরুদ্ধে শোচনীয় হার হয়েছে বিজেপির। কংগ্রেস মোট ১৩৫ টি আসন পেয়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচনে। অপরদিকে মাত্র ৬৬ টি আসন পেয়েছে বিজেপি। এবার কর্ণাটকে বিজেপির হারের দায় নিয়েছেন বাসভরাজ বোমাই। তবে এবার কর্ণাটকে বিজেপির হারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করলেন ভূপেশ বাঘেল। তিনি বলেন, "পুরো কর্ণাটক নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীকে সামনে রেখে লড়াই হয়েছিল। তাহলে এখন কেনও বাসভরাজ বোমাই পরাজয়ের দায় নিচ্ছেন? প্রধানমন্ত্রী মোদীকে দায় নেওয়া উচিত"।
#WATCH | The entire Karnataka election was fought on the face of PM Modi and now he (Basavaraj Bommai) is taking responsibility for defeat which should be given to PM Modi: Chhattisgarh CM Bhupesh Baghel pic.twitter.com/qzZ5PQKXtr
— ANI (@ANI) May 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us