New Update
/anm-bengali/media/media_files/0gaO7Vw88cFn3YYvjARs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যাপক ব্যবধানে কর্ণাটকে সরকার গড়ার পথে এগোচ্ছে কংগ্রেস (Congress)। কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন কর্ণাটকের কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার (D K Shivkumar)। আজ শনিবার কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার চোখে জল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার শনিবার জেলে কাটানো সময়ের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, 'আমি ভুলে যেতে পারি না যে সোনিয়া গান্ধী আমাকে জেলে দেখতে এসেছিলেন। বিজেপির লোকেরা আমাকে জেলে ঢুকিয়েছিল।'
#WATCH | Karnataka Congress President DK Shivakumar gets emotional on his party's comfortable victory in state Assembly elections pic.twitter.com/ANaqVMXgFr
— ANI (@ANI) May 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us