New Update
/anm-bengali/media/media_files/pu6cQkjs0TTVtsFoE1dc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা ভোটকে (Karnataka assembly election) পাখির চোখ করে ময়দানে নামলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও বিজেপি (BJP) নেতা বাসবরাজ বোম্মাই। আজ মঙ্গলবার তিনি রাজ্যে আসন্ন আগামী ১০ মে রাজ্যের নির্বাচনের আগে হুবলি-ধারওয়াদ পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রচার করলেন। কর্ণাটক বিধানসভা নির্বাচন ১০ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ভোট গণনা ১৩ মে অনুষ্ঠিত হবে। কর্ণাটকের বর্তমান ২২৪ সদস্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মে। একই সঙ্গে নির্বাচনী রাজ্য কর্ণাটকে মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে। দেখুন ভিডিও...
#WATCH | Karnataka CM & BJP leader Basavaraj Bommai campaigns in Hubli-Dharwad West Assembly constituency ahead of May 10 elections in the state pic.twitter.com/JLRlUTNcCg
— ANI (@ANI) April 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us