জগদীশ শেত্তরের কংগ্রেসে যোগ: নাম না করেই কটাক্ষ অমিত শাহের- দেখুন ভিডিও

কর্ণাটকে বিধানসভা নির্বাচন আসন্ন। নিবার্চনে জয়ের লক্ষ্যে বাগালকোটে জনসভা করেছেন অমিত শাহ। সেখান থেকে তিনি এবার নাম না করে জগদীশ শেত্তরের কংগ্রেসে যোগ এবং কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়া নিয়ে কটাক্ষ করেছেন।

author-image
Aniket
New Update
Karnataka


নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিধানসভা নির্বাচন আসন্ন। নিবার্চনে জয়ের লক্ষ্যে বাগালকোটে জনসভা করেছেন অমিত শাহ। সেখান থেকে তিনি নাম না করে জগদীশ শেত্তরের কংগ্রেসে যোগ এবং কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়া নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন,  "এটা স্পষ্টভাবে দেখায় যে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানকারী নেতাদের ওপর নির্ভর করে কংগ্রেস নির্বাচনে লড়েছে মানে, কংগ্রেসে দেউলিয়াত্ব রয়েছে"।