/anm-bengali/media/media_files/dz70u9UYqzKqfbeSAmjg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের বিধানসভা ভোটে কংগ্রেসের (Congress) জয় নিয়ে অবশেষে প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। আজ রবিবার রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Kapil Sibal) এক টুইট বার্তায় বৈষম্যমূলক আচরণ না করে কংগ্রেসকে আগামী পাঁচ বছর রাজ্যের মানুষের মন জয় করার পরামর্শ দিয়েছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, 'কর্ণাটকে নির্বাচনে জেতা কঠিন। এর চেয়েও কঠিন হলো মানুষের মন জয় করা। আগামী পাঁচ বছর উন্মুক্ত, সৎ, বৈষম্যহীন হয়ে জনগণের হৃদয় জয় করুন।' উল্লেখ্য, ২২৪ সদস্যের কর্ণাটক বিধানসভায় কংগ্রেস জিতেছে ১৩৫টি আসন, আর বিজেপি পেয়েছে ৬৬টি আসন। গত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৩৮.০৪ শতাংশ ভোট, যা এবার বেড়ে হয়েছে ৪২.৮৮ শতাংশ।
Karnataka
— Kapil Sibal (@KapilSibal) May 14, 2023
Winning elections is tough
Winning people’s hearts is tougher !
For the next 5 years
Win people’s hearts
By being :
open
honest
non-discriminatory
BJP lost for not being any of this !
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us