/anm-bengali/media/media_files/yophstaJilzRlVX1DGH9.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কর্ণাটক বিধানসভা উপলক্ষে ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। তারপরেই এবার কংগ্রেসকে নিশানা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, "পিএফআই ইতিমধ্যেই নিষিদ্ধ। সিদ্দারামাইয়া সরকার পিএফআই-এর মামলা প্রত্যাহার করে নিয়েছে। তাই তারা বলছে মুসলমানদের খুশি করতে তারা বজরং দলকে নিষিদ্ধ করবে। কংগ্রেসের ইস্তেহারটি পিএফআই এবং মৌলবাদী মুসলিম সংগঠনগুলির ইশতেহারের মতো দেখাচ্ছে"। উল্লেখ্য, কর্ণাটকে বিধানসভা নির্বাচন ১০ মে। তার আগে আজ কংগ্রেসের তরফে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে। যেখানে বজরং দলের বিরুদ্ধে মন্তব্য করেছে কংগ্রেস। এবার তারই জবাব দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।
#WATCH | PFI is already banned. Siddaramaiah govt withdrew cases of PFI. So they are saying that to appease Muslims they will ban Bajrang Dal. Congress is saying that PFI can't say that we will take revenge. Congress' manifesto looks like the manifesto of PFI and fundamentalist… pic.twitter.com/8rNrBszwxn
— ANI (@ANI) May 2, 2023
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us