/anm-bengali/media/media_files/2rNgKbj6Qxq1BiwPlzUU.png)
নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচন উপলক্ষে কর্ণাটকের দাভানগেরে জনসভা করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখান থেকে এবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়াকে থামানোর জন্য কর্ণাটকবাসীদের আহ্বান জানিয়েছেন তিনি। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদী প্রতি বছর কর্ণাটকের ৬৫ লক্ষ পরিবারকে চিকিৎসা ব্যয়ের জন্য ৫ লক্ষ টাকা মঞ্জুর করেছিলেন। তবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি সিদ্দারামাইয়ার জন্য বলে জানিয়েছেন জেপি নাড্ডা। তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদী প্রতি বছর ৬৫ লক্ষ পরিবারকে চিকিৎসা ব্যয়ের জন্য ৫ লক্ষ টাকা মঞ্জুর করেছিলেন কিন্তু সিদ্দারামাইয়া তা বন্ধ করে দিয়েছেন এবং এখন আপনার সময় তাকে থামানোর"। এখন অপেক্ষা ১০ মে-এর, কর্ণাটকবাসী নিজেদের সিদ্ধান্ত ওই দিনই জানিয়ে দেবেন।
#WATCH| Karnataka: "PM Modi sanctioned Rs 5 Lakhs for medical expenses to 65 lakh families every year but Siddaramaiah stopped it & now it is your time to stop him...": JP Nadda, BJP chief in Davanagere
— ANI Digital (@ani_digital) April 29, 2023
#KarnatakaElections2023pic.twitter.com/dl4TiOVllc
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us