New Update
/anm-bengali/media/media_files/Vjz4xPsHgL15kcdGfQWB.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইয়ের হুব্বলির বাসভবন ঘিরে ফেলেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্যই বিশাল পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে। কর্ণাটকে ইতিহাস গড়ে দ্বিতীয়বার সরকার গড়ার ক্ষেত্রে আশাবাদী বিজেপি। অপরদিকে কংগ্রেসও জয়ের ক্ষেত্রে আশাবাদী। তবে এরই মধ্যে 'কিং-মেকার' হতে পারে জেডি(এস)। এখন দেখার কর্ণাটকে শেষ হাসি কোন দল হাসে।
Security outside Karnataka CM Basavaraj Bommai's residence in Hubballi, ahead of Assembly election results today pic.twitter.com/kjbpN77lsr
— ANI (@ANI) May 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us