/anm-bengali/media/media_files/wrRTnGbqEAihxMpA1K59.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিজেপিকে হারিয়ে ব্যাপক জয় পেয়েছে কংগ্রেস। কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নাম রয়েছে শিবকুমার ও সিদ্দারামাইয়ার। তবে শুধুমাত্র এনারাই নন দৌড়ে রয়েছেন এমবি পাটিল এবং জি পরমেশ্বরও। এমনটাই জানিয়েছেন কর্ণাটকে কংগ্রেসের কার্যকরী সভাপতি রামালিঙ্গা রেড্ডি। তিনি বলেন, "প্রত্যেকের মধ্যেই উচ্চাকাঙ্খা থাকবে। শুধুমাত্র ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়াই নন এমনকি এমবি পাটিল এবং জি পরমেশ্বরও মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আগ্রহী। শুধুমাত্র একজনই মুখ্যমন্ত্রী হবেন এবং দলের হাইকমান্ড ও বিধায়করা সেটা ঠিক করবেন"। তিনি মন্ত্রী পদ পাবেন বলে জানিয়েছেন রামালিঙ্গা রেড্ডি।
#WATCH | In every party, ambitions will be there. Not only DK Shivakumar and Siddaramaiah even MB Patil and G Parameshwara are also interested. Only one will become CM & the party's high command & MLAs will decide that. I will get minister (post): Ramalinga Reddy, Karnataka… pic.twitter.com/uYlUc3cgb4
— ANI (@ANI) May 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us