New Update
/anm-bengali/media/media_files/Wdru2nVhiVYPKoOTvrCc.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপিকে হারিয়ে কর্ণাটকে বিশাল জয় পেয়েছে কংগ্রেস। কর্ণাটকে ১৩৫ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। ফলে এবার প্রশ্ন উঠছে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, শিবকুমার নাকি সিদ্দারামাইয়া? তার আগেই আজ প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার সমর্থকরা বেঙ্গালুরুতে সিদ্দারামাইয়ার বাসভবনের বাইরে একটি পোস্টার লাগিয়েছে। পোস্টারে তাকে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে আজ জয়ী বিধায়কদের নিয়ে বেঙ্গালুরুতে বৈঠক করবেন কংগ্রেস নেতৃত্বরা। জানা যাচ্ছে, সেখানেই ঠিক করা হবে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।
#WATCH | Supporters of senior Congress leader Siddaramaiah put up a poster outside Siddaramaiah's residence in Bengaluru, referring to him as "the next CM of Karnataka." pic.twitter.com/GDLIAQFbjs
— ANI (@ANI) May 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us