/anm-bengali/media/media_files/G4OX1HAyYbFFFapHZxfx.png)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস, বিজেপি সহ বাকি দলগুলি। এবার প্রচারে বেরিয়ে বড়সড় বিপদের থেকে রক্ষা পেলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া। কর্ণাটকের বিজয়নগর জেলায় কংগ্রেসের হয়ে প্রচার করছিলেন তিনি। সেই সময় গাড়ির ভেতরে প্রবেশ করার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। তবে দ্রুত তাকে ধরে ফেলা হয়। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। এই বিষয়ে সিদ্দারামাইয়া বলেন, "আমি ভালো আছি এবং চিন্তা করার কোনো দরকার নেই। গাড়ির ভেতরে ঢোকার সময় আমি সামান্য ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম"। ইতিমধ্যেই সামনে এসেছে এই বিষয়ক একটি ভিডিও। দেখুন ভিডিও-
#WATCH | Former Karnataka CM & leader of opposition Siddaramaiah loses balance while getting inside the car, in Vijayanagara district
— ANI (@ANI) April 29, 2023
"I am doing fine and there is no need to worry. It was just a slip while getting inside the car," he tweets pic.twitter.com/OUIJqA9OEI
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us