New Update
/anm-bengali/media/media_files/ffvs3CdBcmQdNtU9uIbB.jpg)
নিজস্ব সংবাদদাতা: অবশেষে বহু অপেক্ষার শেষ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ডিকে শিবকুমার। এবার কংগ্রেসের প্রতিনিধি দল কর্ণাটকে সরকার গঠনের জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করতে কংগ্রেসের একটি প্রতিনিধিদল রাজভবনে পৌঁছেছে। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের সঙ্গে দেখা করে কংগ্রেসের প্রতিনিধি দল কর্ণাটকে সরকার গঠনের দাবি জানাবে। ২০ তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হবে কর্ণাটকে।
#WATCH | #Karnataka | Congress delegation arrives at the Raj Bhavan in Bengaluru to meet Governor Thaawarchand Gehlot to stake claim to form the Government in the state. pic.twitter.com/jNeMdAX10S
— ANI (@ANI) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us